ঢাকা, ২৮ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ১৪ পৌষ ১৪৩১
good-food
৭০০

ঈদ: বাসের আগাম টিকিট বিক্রি হবে না 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৬ ২০ জুলাই ২০২০  

আসন্ন ঈদুল আজহায় বাসের আগাম টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। সমিতির সভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার গণমাধ্যমকে তিনি জানান, গত ১ জুনের পর থেকে সীমিত পরিসরে এবং স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করছে। ঈদের সময়ও সেভাবে চলবে। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে টিকিট বিক্রি করা হবে। সেই অনুযায়ী বাসের সংখ্যা ও রুট নির্ধারণ করবে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিগুলো। কোরবানি উপলক্ষে কোনো আগাম টিকিট এবার বিক্রি হবে না।

তিনি বলেন, এখনকার মতো ঈদ যাত্রাতেও বাসের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। যাত্রী ও চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ সংক্রান্ত সভা হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  এসময় বাস মালিকদের আসন্ন ঈদে স্বাস্থ্যবিধি মেনে সেবা দেয়ার অনুরোধ জানান তিনি।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর